Chat with a Student

বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববাজারে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিতে হবে

অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের জো মিথেন বলেছেন, দেশের বাইরে সফলভাবে পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে সফল ক্যারিয়ার গড়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন প্যাথওয়ের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুত করে তোলা জরুরি। কারণ এর মাধ্যমে তারা ভবিষ্যৎ বিশ্ববাজারের জন্য প্রয়োজনীয় ট্রান্সফারেবল স্কিল রপ্ত করার সুযোগ পাবে।

শনিবার (৯ মার্চ) ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) আয়োজিত ‘মোনাশ প্রগ্রেশন ডে’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, দেশে আন্তর্জাতিক বা জাতীয় পাঠ্যক্রম অনুসরণকারী স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য ব্যয়-সাশ্রয়ী পাথওয়ে নিয়ে এসেছে ইউসিবি, এর বিভিন্ন কার্যক্রম মোনাশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নিশ্চয়তাও প্রদান করছে। আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন অনুষদ সদস্যদের দক্ষতা এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিশেষায়িত শিক্ষার সুব্যবস্থা দেশের ছাত্রছাত্রীদের বিদেশে যাওয়ার আগে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করে তোলে। এগুলোই দেশে ইউসিবি-মোনাশ কার্যক্রমের অনন্য বৈশিষ্ট্য।

মোনাশ কলেজের সিইও জো মিথেন বলেন, ২০২৪ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ৪২তম অবস্থান অর্জন করেছে মোনাশ ইউনিভার্সিটি। বিশ্বব্যাপী শিক্ষার্থীরা এমন মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তুমুল প্রতিযোগিতা করে। বাংলাদেশি শিক্ষার্থীদেরও এ প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করব।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘স্টাডি অ্যাট ইউসিবি টু বিগিন ইয়োর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার’ শীর্ষক প্যানেল আলোচনা। অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের সিইও জো মিথেন, ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল এবং ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেনসহ এ প্যানেল আলোচনায় যুক্ত হন ইউসিবির সাবেক শিক্ষার্থী ফাইয়াজ মাকসুদুল হক, রাফিয়াদ রুহি জুয়েল, আফ্রিদা নুসাইবা মাসির এবং মালিহা নাশিতা রহমান।

প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যাখ্যা করেন, কীভাবে ইউসিবির মোনাশ পাথওয়ে প্রোগ্রাম তাদের আন্তর্জাতিক উচ্চ শিক্ষার যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে এবং এর মাধ্যমে কীভাবে তারা তাদের পছন্দসই বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য সরাসরি প্রথম বা দ্বিতীয় বর্ষ থেকে পড়াশোনা আরম্ভ করতে সক্ষম হন।

 

Published in: Kalbela

Share with us:

UCB News
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা প্রদান Bvnews24
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা প্রদান
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা Bhorerkagoj
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা
উচ্চশিক্ষায় আগ্রহীদের স্বপ্নপূরণে সেরা পরামর্শ Janakatha
উচ্চশিক্ষায় আগ্রহীদের স্বপ্নপূরণে সেরা পরামর্শ
CORPORATE CORNER Daily-sun
CORPORATE CORNER
Monash College Diploma’s 3rd intake orientation for this year held at UCB Tbsnews
Monash College Diploma’s 3rd intake orientation for this year held at UCB
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে ইউসিবির ওরিয়েন্টেশন Banglaedition
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে ইউসিবির ওরিয়েন্টেশন
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা দান Banglabazarpatrika
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা দান
Monash College Diploma’s 3rd intake orientation for this year held at UCB Thestatement24
Monash College Diploma’s 3rd intake orientation for this year held at UCB
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা দান Sangbadsarabela
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা দান
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে ইউসিবির ওরিয়েন্টেশন Ittefaq
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে ইউসিবির ওরিয়েন্টেশন