ইউসিবিতে আয়োজিত লন্ডন স্কুল অব ইকোনমিকসের ওপেন ডে প্রোগ্রাম

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং, বিজনেস, ইকোনমিকস, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও সোশ্যাল সায়েন্সে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও সেরা ডিগ্রি অর্জনের সুবিধার্থে লন্ডন স্কুল অব ইকোনমিকসের সঙ্গে অংশীদারত্ব করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। সম্প্রতি গুলশানে নিজস্ব ক্যাম্পাসে ‘ওপেন ডে’ অনুষ্ঠানের আয়োজন করে ইউসিবি। এতে শিক্ষার্থীরা ইউসিবির অধীনে ইউনিভার্সিটি অব লন্ডনের (ইউওএল) বিভিন্ন ডিগ্রি অধ্যয়নের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন।

ওপেন ডে প্রোগ্রামে লন্ডন স্কুল অব ইকোনমিকসের স্ট্যাটিসটিকসের অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল ডিরেক্টর জেমস অ্যাবডি উপস্থিত ছিলেন। এতে এলএসই কারিকুলামের বিশেষত্ব নিয়ে তথ্যবহুল আলোচনা করেন প্রধান অতিথি অ্যাবডি। ইউনিভার্সিটি অব লন্ডনের ডিগ্রি কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করে তুলতে পারে, এ বিষয়ে তিনি বিস্তারিত জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপ সিইও মানাস সিং, ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল, ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন ও চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্যারিয়ারে সাফল্য অর্জনে আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব ও ইতিবাচক প্রভাবের বিষয়ে বক্তব্য দেন প্রফেসর হিউ গিল। এরপর ইউসিবিতে শিক্ষার্থীদের সেরা সাফল্যের জন্য এলএসই কীভাবে নিজস্ব কারিকুলাম প্রস্তুত করে, সে বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেমস অ্যাবডি।

বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় এলএসই, কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং অনুসারে বিশ্বে ৬ষ্ঠ সেরার অবস্থান অর্জন করেছে। আইসিএ, সিআইএমএ, ও এসিসিএর মতো বিভিন্ন পেশাদারি সংস্থা এলএসইর বিভিন্ন ডিগ্রির স্বীকৃতি দিয়ে থাকে। তাই অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ও ডেটা অ্যানালিটিক্সের মতো বিভিন্ন বিষয়ে পেশাদারি অর্জনে অনেক ক্ষেত্রে ইউসিবি শিক্ষার্থীদের আলাদা করে প্রফেশনাল পরীক্ষা দিতে হয় না। এলএসইর প্রণয়ন ও তত্ত্বাবধানে চারটি পূর্ণাঙ্গ ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে ইউসিবি। শিক্ষার্থীরা তিন বছর পড়াশোনা সম্পন্ন করে পরবর্তীতে নিজেদের সুবিধা অনুসারে ঢাকায় অথবা লন্ডনে সমাবর্তন গ্রহণ করতে পারেন। ইউসিবিতে এলএসই প্রণীত ডিগ্রির পরবর্তী ইনটেক হবে আগামী ১৪ অক্টোবর।

‘শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের বাজার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানদানে প্রাধান্য দিয়ে এলএসই তাদের বিভিন্ন ডিগ্রির কারিকুলাম তৈরি করে। এটি বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের একটি, সুতরাং, ইউসিবিতে এলএসইর শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং, বিজনেস, ইকোনমিকস, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও সোশ্যাল সায়েন্সের প্রতিটি বিষয়ে সম্ভাব্য সেরা দিকনির্দেশনায় পড়াশোনা করেন’, বলেন জেমস অ্যাবডি।

ইউসিবি প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, ‘ইউসিবিতে আমরা এলএসই স্বীকৃত শিক্ষকদের দ্বারা এলএসই প্রণীত ডিগ্রির শিক্ষাদান করে থাকি, যার মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ারে সেরা সাফল্য অর্জনের পথে এগিয়ে থাকেন।’

ওপেন ডে-তে উপস্থিত সবাই ইউসিবি ও এলএসইর অংশীদারত্বের ধারাবাহিকতায় দেশে থেকেই আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা অর্জন ও উজ্জ্বল ক্যারিয়ার গঠনে বিভিন্ন পরামর্শ লাভ করেন। দেশের শীর্ষ আন্তর্জাতিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সফল অ্যাকাডেমিক ক্যারিয়ার গঠনে সহযোগিতা অব্যাহত রাখতে চায় ইউসিবি।

 

Published in: Ajkerpatrika

Share this news:

Enquiry Form