মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪ উদযাপন করল ইউসিবি

মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪’এর আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। শনিবার, ২৯ জুন রাজধানীর একটি পাচ তারকা হোটেলে এই সমাবর্তন অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেয় ইউসিবি।

 

Published in: Itvbd

Share this news:

Enquiry Form