সাইবার সিকিউরিটি বিষয়ে ব্যাচেলরস ডিগ্রি চালু করেছে ইউসিবি

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের (ইউসিএলএএন) সঙ্গে বিশেষ অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবির আওতায় দেশের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি বিষয়ে ৩ বছরের ব্যাচেলরস ডিগ্রি অর্জন করতে পারবেন।

বুধবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষায় উচ্চশিক্ষিত করে তোলার উদ্দেশ্যে সাইবার সিকিউরিটি ডিগ্রির পূর্ণাঙ্গ নকশা প্রণয়ন করেছে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার। শিক্ষার্থীরা নিজেদের সুবিধা অনুসারে ঢাকায় বসেই পড়াশোনা সম্পন্ন করতে পারবেন। অথবা এক বা দুই বছর যুক্তরাজ্যে থেকে ডিগ্রির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

বিশ্বের নানা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী এবং ইউসিএলএএন স্বীকৃত লেকচারারদের তত্ত্বাবধানে এই প্রোগ্রামটি পরিচালিত হবে। সুসজ্জিত ল্যাব ও বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবনির্ভর জ্ঞান অর্জন ও হাতে-কলমে প্রশিক্ষণ নিশ্চিত করা হবে, যার মাধ্যমে তারা পরবর্তীতে পেশাদার ক্যারিয়ারে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী হয়ে উঠবেন।

 

Published in: Dhakapost

Share this news:

Enquiry Form